মার্কিন কূটনীতিকের সঙ্গে সাক্ষাতের খবর অস্বীকার করল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i65935-মার্কিন_কূটনীতিকের_সঙ্গে_সাক্ষাতের_খবর_অস্বীকার_করল_তালেবান
সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের ছেলে আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে তালেবান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৯, ২০১৮ ১১:৩৩ Asia/Dhaka
  • মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব
    মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব

সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের ছেলে আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে তালেবান।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ এক বিবৃতিতে বলেছেন, জালমাই খালিলযাদের সঙ্গে প্রয়াত তালেবান নেতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবের কোনো সাক্ষাৎ হয়নি।

জালমাই খালিলজাদ

বিবৃতিতে মুজাহিদ আরো বলেন, আফগান সরকারি কর্মকর্তাদের পাশাপাশি দেশের গণমাধ্যম এ ধরনের গুজব ছড়িয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, যেকোনো খবর প্রচার করার আগে গণমাধ্যমের উচিত তার সত্যতা যাচাই করা।

আফগানিস্তানের ‘জমহুর’ বার্তা সংস্থা সম্প্রতি খালিলজাদ ও মোল্লা ইয়াকুবের সাক্ষাতের খবর দিয়ে দাবি করেছিল, আমেরিকা ও তালেবান তাদের চলমান শান্তি আলোচনায় আফগানিস্তানে অস্থায়ী সরকার গঠনে সম্মত হয়েছে। এ ছাড়া, আগামী ছয় মাসের মধ্যে তালেবানের সঙ্গে আমেরিকার চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠিত হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯