কৃষ্ণসাগরের সীমা নিয়ে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা তুঙ্গে
https://parstoday.ir/bn/news/world-i66107-কৃষ্ণসাগরের_সীমা_নিয়ে_রাশিয়া_ইউক্রেন_উত্তেজনা_তুঙ্গে
ক্রিমিয়ার কাছে কৃষ্ণসাগরের সীমানা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অচলাবস্থা মারাত্মক আকার ধারণ করেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ২৫, ২০১৮ ১৯:১০ Asia/Dhaka
  • কষ্ণসাগরে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারের  মহড়া (ফাইল ফটো)
    কষ্ণসাগরে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারের মহড়া (ফাইল ফটো)

ক্রিমিয়ার কাছে কৃষ্ণসাগরের সীমানা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অচলাবস্থা মারাত্মক আকার ধারণ করেছে।

ক্রিমিয়ার সীমান্তরক্ষা বিভাগের বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, আজ (রোববার) মস্কো সময় সকাল সাতটার দিকে ইউক্রেনের তিনটি জাহাজ ক্রিমিয়ার সমুদ্রসীমায় ঢুকে পড়ে। এর মাধ্যমে সমুদ্রসীমা সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের ১৯ ও ২২ নম্বর ধারা লঙ্ঘন করেছে ইউক্রেন।  

এদিকে ইউক্রেনের নৌবাহিনী দাবি করেছে, রাশিয়ার সীমান্তরক্ষীরা কৃষ্ণসাগরে তাদের একটি টাগবোটে হামলা চালিয়েছে যা প্রকাশ্য আগ্রাসী তৎপরতা। দুটি যুদ্ধজাহাজ ও একটি টাগবোট আযব সাগরের মারিওপোল বন্দরে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে রুশ সীমান্তরক্ষীরা। আযব সাগরের ওই এলাকা নিয়ে আগে থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা চলছে।

অন্যদিকে, রাশিয়ার কেন্দ্রীয় সীমান্তরক্ষা বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের জাহাজের আগ্রাসী তৎপরতার পরও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে মস্কো।#

পার্সটুডে/এসআইবি/২৫