মেক্সিকোয় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ: নিহত ২১, আহত ৭১
https://parstoday.ir/bn/news/world-i67454-মেক্সিকোয়_গ্যাস_পাইপলাইনে_বিস্ফোরণ_নিহত_২১_আহত_৭১
মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও ৭১ জন আহত হয়েছে। গতকাল (শুক্রবার) পাইপলাইন ছিদ্র করে জ্বালানি চুরির সময় এ বিস্ফোরণ ঘটে বলে সন্দেহ করা হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৯ ১৫:১৪ Asia/Dhaka
  • গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়
    গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও ৭১ জন আহত হয়েছে। গতকাল (শুক্রবার) পাইপলাইন ছিদ্র করে জ্বালানি চুরির সময় এ বিস্ফোরণ ঘটে বলে সন্দেহ করা হচ্ছে।

মেক্সিকোর টেলিভিশন রাতের আকাশে আগুনের লেলিহান শিখার ভিডিও ফুটেজ প্রচার করেছে। এতে দেখা যায়- বিস্ফোরণের পর কয়েকডজন লোক সাহায্যের জন্য চিৎকার-চেচামচি করছে।  

 হিদালগো প্রদেশের গভর্নর ওমর ফাইয়াদ বলেন, সরকারের জরুরি সংস্থা ২১ জন নিহত ও ৭১ জন আহত হওয়ার কথা রেকর্ড করেছে। তিনি জানান, হতাহতের সংখ্যা বাড়তে পারে কারণ বিস্ফোরণের কেন্দ্রস্থলে এখনো জরুরি সংস্থার লোকজন পৌঁছাতে পারে নি। ওমর ফাইয়াদ এ ধরনের জ্বালানি চুরি বন্ধের জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিস্ফোরণে হতাহতদের সরিয়ে নেয়া হচ্ছে

এর আগে মধ্যরাতের দিকে জন-নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলফোনসো দুরাজো জানিয়েছিলেন, আগুন নেভানো হয়েছে তবে মৃতের চূড়ান্ত সংখ্যা জানাতে সময় লাগবে।  

মেক্সিকোতে প্রতিবছর বাপকমাত্রায় জ্বালানি চুরি হয় যার আর্থিক মূল্য ৩০০ কোটি ডলারেরও বেশি। এর বিরুদ্ধে প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাদোর ব্যাপক অভিযান চালিয়েছেন।#  

পার্সটুডে/এসআইবি/১৯