ফিলিপাইনের মসজিদে গ্রেনেড বিস্ফোরণ; নিহত ২
https://parstoday.ir/bn/news/world-i67726-ফিলিপাইনের_মসজিদে_গ্রেনেড_বিস্ফোরণ_নিহত_২
ফিলিপাইনে একটি মসজিদে গ্রেনেড বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ (বুধবার) খুব ভোরে এ ঘটনা ঘটে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় বোমা হামলার কয়েকদিন পর এ ঘটনা ঘটলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৯ ১৬:৫২ Asia/Dhaka
  • ফিলিপাইনের একটি মসজিদে গ্রেনেড বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা
    ফিলিপাইনের একটি মসজিদে গ্রেনেড বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা

ফিলিপাইনে একটি মসজিদে গ্রেনেড বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ (বুধবার) খুব ভোরে এ ঘটনা ঘটে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় বোমা হামলার কয়েকদিন পর এ ঘটনা ঘটলো।

আঞ্চলিক সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল গেরি বেসানা বলেন, জামবোয়াঙ্গা শহরে ওই মসজিদের ভেতরে একটি গ্রেনেড ছোঁড়া হয়। এসময় সেখানে অনেক লোকজন ঘুমাচ্ছিলেন। গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত হন।

গ্রেনেড বিস্ফোরণের পর পরীক্ষা করে দেখছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা

এর আগে, গত রোববার মিন্দানাওয়ের প্রত্যন্ত এলাকায় একটি গির্জায় বোমা হামলা হয়। এতে কমপক্ষে ২১ জন নিহত হন। হামলার দায় স্বীকার করে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। তবে আজ মসজিদে যে হামলা হয়েছে তা গির্জায় হামলার প্রতিশোধ কিনা সেটি অবশ্য নিশ্চিত করতে পারে নি কর্তৃপক্ষ। হামলাকারীদের আটকের চেষ্টা করছে পুলিশ।#

পার্সটুডে/এসআইবি/৩০