সব পথ খোলা- বোল্টনের হুঁশিয়ারি; ভেনিজুয়েলা হবে ভিয়েতনাম: মাদুরো
https://parstoday.ir/bn/news/world-i67797-সব_পথ_খোলা_বোল্টনের_হুঁশিয়ারি_ভেনিজুয়েলা_হবে_ভিয়েতনাম_মাদুরো
মার্কিন জাতীয় জাতীয় উপদেষ্টা জন বোল্টন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,  ভেনিজুয়েলায় এখনই কোনো সামরিক অভিযান চালানো হবে না তবে তিনি সামিরক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেন নি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমেরিকার টেবিলে সব পথই খোলা রাখা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৯ ১৩:২৯ Asia/Dhaka
  • জন বোল্টন
    জন বোল্টন

মার্কিন জাতীয় জাতীয় উপদেষ্টা জন বোল্টন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,  ভেনিজুয়েলায় এখনই কোনো সামরিক অভিযান চালানো হবে না তবে তিনি সামিরক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেন নি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমেরিকার টেবিলে সব পথই খোলা রাখা হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও বোল্টনের কথার প্রতিধ্বনি করেছেন। তিনি বলেছেন, মাদুরোকে পদত্যাগ করতে হবে। মিয়ামিতে ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট গুয়াইডোর সমর্থকদের এক সমাবেশে তিনি একথা বলেন। মাইক পেন্স বলেন, “এখন আলোচনার সময় না; এটা ব্যবস্থা নেয়ার সময়।”

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

অন্যদিকে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক ভিডিও বার্তায় মার্কিন নাগরিকদের প্রতি তাদের সরকারকে থামানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালাতে গেলে মার্কিন সেনারা ভিয়েতনামের অভিজ্ঞতা অর্জন করবে। তিনি ভেনিজুয়েলা সরকারকে সমর্থন করার জন্য আমেরিকার জনগণের প্রতি আহ্বান জানান।#     

পার্সটুডে/এসআইবি/২