'আফগানিস্তানে বিমান হামলায় ৩১ ভারতীয় জঙ্গি নিহত'
https://parstoday.ir/bn/news/world-i68829-'আফগানিস্তানে_বিমান_হামলায়_৩১_ভারতীয়_জঙ্গি_নিহত'
আফগানিস্তানের গজনী প্রদেশের গিরু এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় ৩১ ভারতীয় জঙ্গি নিহত হয়েছে। নিহতেরা আল-কায়েদার ভারত শাখার সদস্য। আজ (বুধবার) এ তথ্য জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৩, ২০১৯ ১৯:২৪ Asia/Dhaka
  • আল কায়েদার কয়েক জন সদস্য (ফাইল ফটো)
    আল কায়েদার কয়েক জন সদস্য (ফাইল ফটো)

আফগানিস্তানের গজনী প্রদেশের গিরু এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় ৩১ ভারতীয় জঙ্গি নিহত হয়েছে। নিহতেরা আল-কায়েদার ভারত শাখার সদস্য। আজ (বুধবার) এ তথ্য জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিহত ৩১ জনের মধ্যে আল-কায়েদার প্রভাবশালী সদস্য ক্বারী আরেফও রয়েছে বলে মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে দাবি করা হয়েছে। গজনী প্রদেশের গিরু এলাকায় সরকারি বাহিনীর ওই হামলায় বেশ কয়েকটি গাড়ীও ধ্বংস হয়েছে। 

এদিকে, গজনী প্রদেশের আন্দার এলাকায় গত কয়েক দিনে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে আফগান বাহিনী। হামলায় সেখানে অন্তত ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে বিভিন্ন আফগান সূত্র জানিয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক মানুষ হত্যার বিষয়ে বলেছে, তারা অভিযোগ খতিয়ে দেখছে। ঘটনা তদন্তে সেখানে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলেও তারা জানিয়েছে।

আফগানিস্তান বর্তমানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। সিরিয়া ও ইরাক থেকে আইএস জঙ্গিদেরকে আমেরিকা আফগানিস্তানে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।#

পার্সটুডে/এসএ/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন