আলজেরিয়া প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকার গঠন করবেন
https://parstoday.ir/bn/news/world-i68854-আলজেরিয়া_প্রধানমন্ত্রী_অন্তর্বর্তী_সরকার_গঠন_করবেন
আলজেরিয়া নতুন প্রধানমন্ত্রী নূরুদ্দিন বেদুইয়ি জানিয়েছেন, কিছুদিনের মধ্যে তিনি টেকানোক্র্যাট অন্তর্বর্তী সরকার গঠন করবেন। দেশটির প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফলিকা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নূরুদ্দিন আজ (বৃহস্পতিবার) এ ঘোষণা দিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৪, ২০১৯ ২১:২০ Asia/Dhaka
  • আলজেরিয়া নতুন প্রধানমন্ত্রী নূরুদ্দিন বেদুইয়ি
    আলজেরিয়া নতুন প্রধানমন্ত্রী নূরুদ্দিন বেদুইয়ি

আলজেরিয়া নতুন প্রধানমন্ত্রী নূরুদ্দিন বেদুইয়ি জানিয়েছেন, কিছুদিনের মধ্যে তিনি টেকানোক্র্যাট অন্তর্বর্তী সরকার গঠন করবেন। দেশটির প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফলিকা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নূরুদ্দিন আজ (বৃহস্পতিবার) এ ঘোষণা দিলেন।

গত ২০ বছর ক্ষমতায় থাকা বুতেফলিকা জনগণের বিক্ষোভের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন।

আলজেরিয়ার চলমান আন্দোলনের মধ্যে চলতি সপ্তাহে বেদুইয়িকে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন আহমেদ ওইয়াহিয়া। বেদুইয়ি বলেন, নতুন অন্তর্বর্তী সরকারে আলজেরিয়ার তরুণ নাগরিকদের অন্তর্ভুক্ত করা হবে।

আবদুল আজিজ বুতেফলিকা

আলজেরিয়ায় রাজনৈতিক সংস্কারের দাবিতে প্রচণ্ড বিক্ষোভ চলছে। দেশটির রাজনীতিতে প্রবীণ ও স্বাধীনতা আন্দোলনকারীদের প্রাধান্য রয়েছে। আন্দোলনের মুখে ৮২ বছর বয়সী প্রেসিডেন্ট বুতেফলিকা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যান এবং নির্বাচন পিছিয়ে দেন।#   

পার্সটুডে/এসআইবি/১৪