আইএমএফ থেকে পাকিস্তান পাচ্ছে ৬০০ কোটি ডলার; বিরোধীদের প্রত্যখ্যান
-
পাকিস্তান সরকার এবং আইএমএফ\'র মধ্যে আলোচনা
বিদেশী ঋণ পরিশোধের জন্য পাকিস্তানকে ৬০০ কোটি ডলার সাহায্য দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। আগামী তিন বছরে পাক সরকার এই অর্থ পাবে। তবে এ সহায়তা চূড়ান্ত হতে আইএমএফের ব্যবস্থাপকদের অনুমতি লাগবে।
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ মারাত্মকভাবে কমে গেছে। এছাড়া, অভ্যন্তরীণ সহিংসতার কারণে কমে গেছে দেশটির প্রবৃদ্ধি। ফলে অর্থনৈতিক এই সংকট সামলাতে পাক সরকার আইএমএফের সাহায্য চাইছে।
৬০০ কোটি ডলারের ঋণ চুক্তি করলেও বরাবরের মতো এবারও কঠিন শর্ত দিয়েছে আইএমএফ। বিশ্লেষকরা বলছেন, এর ফলে পাকিস্তানকে কল্যাণরাষ্ট্র গঠনের মতো চিন্তা কখনোই বাস্তবায়িত হবে না। ক্ষমতায় বসেই বন্ধুরাষ্ট্রগুলোর কাছে হাত পাততে হয়েছে ইমরান খানকে। কিন্তু তাতেও অবস্থার অবনতি হওয়ায় এবার বাধ্য হয়ে আইএমএফের কাছ থেকে কঠিন শর্তে ঋণ নিতে হচ্ছে দেশটিকে।
এদিকে, আইএমএফ’র সঙ্গে পাক সরকারের চুক্তি প্রত্যখ্যান করেছে নওয়াজ শরীফের মুসলিম লীগ, পাকিস্তান জামায়াতে ইসলামি ও পাকিস্তান পিপলস পার্টি। বিরোধীদলগুলো বলছে, এ চুক্তি বাস্তবায়ন হলে পাকিস্তানে মারাত্মক মূদ্রাস্ফীতি দেখা দেবে।#
পার্সটুডে/এসআইবি/১৩