শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
https://parstoday.ir/bn/news/world-i70875-শ্রীলঙ্কাকে_১০_উইকেটে_হারিয়ে_বিশ্বকাপ_শুরু_নিউজিল্যান্ডের
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। 
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
জুন ০১, ২০১৯ ২১:১৭ Asia/Dhaka
  • জয় উদযাপন করছেন মার্টিন গাপটিল ও কলিন মুনরো
    জয় উদযাপন করছেন মার্টিন গাপটিল ও কলিন মুনরো

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। 

আজ (শনিবার) কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ম্যাট হেনরি ও লুকি ফার্গুনসনের বোলিং তাণ্ডবে ২৯.২ ওভারে ১৩৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১৩৭ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৬.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে অসাধারণ ব্যাটিং করন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো। তাদের কল্যাণে জোড়া ফিফটিতে ১০ উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে ৭৩ রান করেন গাপটিল। আর ৫৮ রান করেন কলিন মুনরো।

৮৪ বলে  ৫২ রান করে অপরাজিত থাকেন লঙ্কান দলপতি করুনারত্নে

এর আগে লঙ্কানদের হয়ে ওপেনিংয়ে নামেন লাহিরু থিরিমান্নে এবং দিমুথ করুনারত্নে। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন থিরিমান্নে। তিন নম্বরে নামা কুশল পেরেরা খেলেন ২৯ রানের ছোটো একটি ইনিংস। লঙ্কানদের মিডলঅর্ডার পুরোই ব্যর্থ। কুশল মেন্ডিস (০), ধনাঞ্জয়া ডি সিলভা (৪), অ্যাঞ্জেলো ম্যাথিউজ (০), জীবন মেন্ডিস (১) বিদায় নেন খুব দ্রুতই।
স্রোতের বিপরীতে ২৩ বলে দুই ছক্কায় ২৭ রান করেন থিসারা পেরেরা। ইসুরু উদানাও ফেরেন ০ রানে। সুরাঙ্গা লাকমলের ব্যাট থেকে আসে ৭ রান। উইকেটের এক প্রান্ত আগলে রাখেন দলপতি করুনারত্নে। ৮৪ বলে চারটি বাউন্ডারিতে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে লাসিথ মালিঙ্গার বিদায়ের মধ্য দিয়ে ২৯.২ ওভারে ১৩৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। 

শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামান ম্যাট হেনরি। তিনি ৭ ওভারে ২৯ রানে শিকার করেন ৩ উইকেট। পুরস্কার হিসেবে ম্যাচ সেরার স্বীকৃতি পান তিনি। ৩ উইকেট নেন লুকি ফার্গুনসন। আর একটি উইকেট নেন কলিন ডি গ্রান্ডহোম, মিসেল সেন্টনার, ট্রেন্ট বোল্ট ও জেমস নিশাম।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।