আসিফ আলী জারদারি আটক: নেতাকর্মীদের শান্ত থাকতে বললেন বিলওয়াল
-
জারদারিকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে আটক করেছে দেশটির ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলি। সোমবার ইসলামাবাদে তার বাসভবন থেকে জারদারিকে আটক করা হয়। জারদারির বিরুদ্ধে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে জারদারি ও তার মেয়ে ফারইয়াল তালপুরের আগাম জামিন বাতিল করে ইসলামাবাদ হাইকোর্ট।
গ্রেপ্তারের সময় জারদারির ছেলে বিলওয়াল ভুট্টো ও মেয়ে আসিফা ভুট্টো উপস্থিত ছিলেন। এ সময় কয়েকশ’ নেতাকর্মী জারদারিকে বহন করা গাড়ি ঘিরে স্লোগান দেয়।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি বর্তমানে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র কো-চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

এদিকে, জারদারির গ্রেফতারের ঘটনায় পাকিস্তানের সংসদে তুমুল হট্টগোল হয়েছে। সোমবার সংসদের অধিবেশনে পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে সুযোগ না দিয়ে রেলমন্ত্রী শেখ রশিদকে মাইক দেয়ায় সংসদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন পিপলস পার্টির সংসদ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে মঙ্গলবার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার।
অন্যদিকে, জারদারির গ্রেফতারের পর পাকিস্তানের বিভিন্ন স্থানে পিপিপি নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। এ অবস্থায় দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বিলওয়াল ভুট্টো বলেছেন, অগ্রহণযোগ্য হলেও আমরা আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করি,তাই সবাইকে আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।
জারদারির গ্রেফতারের প্রতিক্রিয়ায় বিলওয়াল বলেন, সবসময়ই আদালতে আমরা নিজেদের নির্দোষ প্রমাণে সক্ষম হয়েছি। সামনেও এ মামলায় আমরা নির্দোষ প্রমাণিত হবো। #
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১১