ওপেকের বৈঠকের আগে তেল উৎপাদন না বাড়ানোর আহ্বান জানাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i71604-ওপেকের_বৈঠকের_আগে_তেল_উৎপাদন_না_বাড়ানোর_আহ্বান_জানাল_রাশিয়া
বিশ্বের তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেক’কে তেলের উৎপাদন না বাড়ানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির জ্বালানীমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, তার দেশ বিশ্বে তেলের উৎপাদন না বাড়ানোর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ৩০, ২০১৯ ০৬:৪৬ Asia/Dhaka
  • রাশিয়ার জ্বালানীমন্ত্রী আলেক্সান্ডার নোভাক
    রাশিয়ার জ্বালানীমন্ত্রী আলেক্সান্ডার নোভাক

বিশ্বের তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেক’কে তেলের উৎপাদন না বাড়ানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির জ্বালানীমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, তার দেশ বিশ্বে তেলের উৎপাদন না বাড়ানোর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।

তিনি শনিবার জাপানের ওসাকায় বলেন, ওপেকের বিগত বৈঠকে তেলের উৎপাদন একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা বজায় রাখার ওপর জোর দিয়েছে। রাশিয়া এখন থেকে আরো নয় মাস পর্যন্ত তেলের উৎপাদন বর্তমান মাত্রায় রাখার আহ্বান জানিয়েছে বলেও উল্লেখ করেন নোভাক।

জাপানের ওসাকা নগরীতে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে রাশিয়ার জ্বালানীমন্ত্রী তার দেশের এ অবস্থানের কথা জানালেন। আগামী সপ্তাহে ওপেকভুক্ত ও ওপেক বহির্ভূত তেল উৎপাদনকারী দেশগুলোর বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়া ওপেক বহির্ভূত তেল উৎপাদনকারী সবচেয়ে বড় দেশ।

এ পর্যন্ত রাশিয়ার উদ্যোগে ওপেকের বৈঠকে কয়েকবার তেলের উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমন সময় রাশিয়ার পক্ষ থেকে তেলের উৎপাদন কমানোর আহ্বান জানানো হলো যখন ইরানের তেল রপ্তানি ‘শূন্যের কোঠা’য় নামিয়ে আনার চেষ্টা করছে আমেরিকা। মার্কিন সরকার ইরানের তেলের শূন্যতা পূরণের জন্য ওপেকসহ অন্যান্য তেল উৎপাদনকারী দেশকে তেলের উত্তোলন যথাসম্ভব বাড়ানোর আহ্বান জানাচ্ছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৩০