রাজনৈতিক হস্তক্ষেপ; জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করল আইসিসি
(last modified Fri, 19 Jul 2019 04:31:42 GMT )
জুলাই ১৯, ২০১৯ ১০:৩১ Asia/Dhaka
  • রাজনৈতিক হস্তক্ষেপ; জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে। গতকাল (বৃহস্পতিবার) লন্ডনে সংস্থাটির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসির প্রতিটি পূর্ণাঙ্গ সদস্য দেশের বোর্ড পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপ না থাকার বিধান রয়েছে। সেই সঙ্গে প্রতিটি বোর্ডকে অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হয়। এই বিধি ভঙ্গের কারণে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে আইসিসি।জিম্বাবুয়েতে ক্রিকেটের ক্ষেত্রে এসব বিধি মানা হচ্ছে না বলে জানিয়েছে আইসিসি।

আইসিসি'র চেয়ারম্যান শংকর মনোহার বলেছেন, ‘আমরা কোনো দলের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেই না, কিন্তু আমরা অবশ্যই ক্রীড়াঙ্গন রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখব। জিম্বাবুয়েতে যা ঘটেছে, তা আইসিসির গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এটা চলতে দিতে পারি না।’

এর ফলে জিম্বাবুয়েকে আইসিসি যে অনুদান দিত, তা স্থগিত থাকবে। আর আইসিসি যে সব প্রতিযোগিতা আয়োজন করে থাকে, সেখানে জিম্বাবুয়ের কোনো দল অংশ নিতে পারবে না।

আইসিসি নির্দেশনা দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত ক্রিকেট বোর্ডকে দায়িত্ব দিতে হবে। এই বিষয়ে অগ্রগতি নিয়ে আগামী অক্টোবরে বোর্ড মিটিংয়ে তারা আলোচনা করবে।

এই সিদ্ধান্ত নেওয়ার আগে জিম্বাবুয়ে সরকারের ক্রীড়া ও বিনোদন কমিটির প্রতিনিধি এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে আইসিসি।

গতমাসে জিম্বাবুয়ে সরকারের ক্রীড়া ও বিনোদন কমিটি দেশটির পুরো ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা করে একটি মধ্যবর্তী কমিটির কাছে দায়িত্ব দিয়েছে। এতে আইসিসি'র বিধি লঙ্ঘিত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯

ট্যাগ