গোলযোগপূর্ণ দক্ষিণ চীন সাগরে গবেষণা জাহাজ নামাল বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i72350
দক্ষিণ চীন সাগরে একটি দীর্ঘপাল্লার সামুদ্র গবেষণা জাহাজ নামিয়েছে বেইজিং। এর মাধ্যমে সামুদ্র গবেষণার ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়েছে বলে জানিয়েছে চীন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৯, ২০১৯ ১৩:০৪ Asia/Dhaka
  • গোলযোগপূর্ণ দক্ষিণ চীন সাগরে গবেষণা জাহাজ নামাল বেইজিং

দক্ষিণ চীন সাগরে একটি দীর্ঘপাল্লার সামুদ্র গবেষণা জাহাজ নামিয়েছে বেইজিং। এর মাধ্যমে সামুদ্র গবেষণার ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়েছে বলে জানিয়েছে চীন।

দক্ষিণ চীন সাগর নিয়ে অন্যান্য দেশের সঙ্গে চলমান বিরোধের মধ্যে ‘দা ইয়াং হাও’ বা ‘মহাসাগর’ নামের এ জাহাজ নামানো হলো। ‘মহাসাগরের’ পাল্লা ১৪ হাজার মাইল বা ২২ হাজার ৫০০ কিলোমিটার এবং এটি বিশ্বের যে কোনো মহাসাগরে গবেষণা চালাতে সক্ষম বলে জানানো চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। 

এ দিয়ে গভীর সাগরে অনুসন্ধান চালানো যাবে।  জাহাজটির মালিকানা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে চীনা প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়। আন্তর্জাতিক সাগর এলাকায় এ জাহাজ চীনের স্বার্থ বজায় রাখতে সহায়তা করবে বলেও জানিয়েছে বেইজিং।

অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত ‘মহাসাগরের’  দৈর্ঘ্য এবং  প্রস্থ যথাক্রমে ৯৮.৫ মিটার এবং ১৭ মিটার। আর এর ওজন প্রায় ৪৬০০ টন।

সাগরের যে অঞ্চলে এটিকে নামানো হয়েছে সে এলাকা নিয়ে গত বছরের জুলাই মাস থেকে ভিয়েতনামের সঙ্গে চীনের বিরোধ চলছে। ভিয়েতনাম নিয়ন্ত্রিত দ্বীপ ‘ভ্যানগার্ড ব্যাংকের’ কাছে ভূ-তাত্ত্বিক অনুসন্ধান চালানোর জন্য চীনের জাহাজ ঢোকার পর এ বিরোধের সূচনা হয়। ভারি অস্ত্রসজ্জিত চীনা উপকূলরক্ষীদের কয়েকটি জাহাজের সতর্ক প্রহরায় জাহাজটি ওই অঞ্চলে ঢুকেছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।