ফিলিপাইনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সুযোগ পাবে না আমেরিকা: দুতের্তে
https://parstoday.ir/bn/news/world-i72649-ফিলিপাইনে_ক্ষেপণাস্ত্র_মোতায়েনের_সুযোগ_পাবে_না_আমেরিকা_দুতের্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার দেশে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুমতি দেওয়া হবে না। তিনি গতকাল (বৃহস্পতিবার) আরও বলেন, ফিলিপাইনের ভূখণ্ডে কোন ধরনের মার্কিন অস্ত্র বিশেষকরে মধ্য- পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়া হবে না, কারণ এ ধরনের অনুমতির অর্থ হলো সংবিধান লঙ্ঘন করা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৯, ২০১৯ ১১:০৭ Asia/Dhaka
  • দুতের্তে
    দুতের্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার দেশে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুমতি দেওয়া হবে না। তিনি গতকাল (বৃহস্পতিবার) আরও বলেন, ফিলিপাইনের ভূখণ্ডে কোন ধরনের মার্কিন অস্ত্র বিশেষকরে মধ্য- পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়া হবে না, কারণ এ ধরনের অনুমতির অর্থ হলো সংবিধান লঙ্ঘন করা।

দুতের্তে আরো বলেন, শুধু আমেরিকা নয়, বিশ্বের কোন দেশকেই ফিলিপাইন ভূখণ্ডকে সংঘাত ও যুদ্ধের জন্য ব্যবহার করতে দেয়া হবে না, এর কারণ হলো যেকোনো ধরনের যুদ্ধ এ অঞ্চলের দেশগুলোর জন্য ক্ষতি বয়ে আনবে।

তিনি জানান, চীনের বিরুদ্ধে কোনো যুদ্ধেও ফিলিপাইনের ভূখণ্ড ব্যবহারের সুযোগ পাবে না আমেরিকা।

 সম্প্রতি পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি আইএনএফ থেকে বেরিয়ে গেছে আমেরিকা। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তার দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের চেষ্টা করছে।

আমেরিকা আইএনএফ থেকে বেরিয়ে যাওয়ায় মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে নতুনকরে আশঙ্কা দেখা দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।