‘কূটনীতিতে ইরানের কাছে হেরে যাওয়ার ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i72703-কূটনীতিতে_ইরানের_কাছে_হেরে_যাওয়ার_ভয়ে_শঙ্কিত_হয়ে_পড়েছে_আমেরিকা’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা কূটনৈতিক অঙ্গনে ইরানের কাছে হেরে যাওয়ার ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে। তিনি গতকাল (শনিবার) তেহরানে ইরানের পার্লামেন্ট- মজলিসে শুরায়ে ইসলামির কয়েকজন সদস্যর সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১১, ২০১৯ ০৫:৫৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা কূটনৈতিক অঙ্গনে ইরানের কাছে হেরে যাওয়ার ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে। তিনি গতকাল (শনিবার) তেহরানে ইরানের পার্লামেন্ট- মজলিসে শুরায়ে ইসলামির কয়েকজন সদস্যর সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানের ক্ষমতা ও শক্তিমত্তায় ভীত হয়ে পড়ার কারণেই আমেরিকা ইরানের ওপর চাপ সৃষ্টি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সাফল্যের পরিচয় দিয়েছে যা মেনে নেয়া আমেরিকার জন্য কঠিন হয়ে পড়েছে।

ইরানের সংসদ সদস্যরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন

এ সময় ইরানের সংসদ সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আমেরিকার তীব্র নিন্দা জানান। তারা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মোহাম্মাদ জাওয়াদ জারিফের সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় গত ১ আগস্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

শনিবার সংসদ সদস্যরা মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করার আগে ইরানের প্রায় সব গণমাধ্যমের সম্পাদকরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার প্রতি একাত্মতা ঘোষণা করেন।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।