৭৩তম স্বাধীনতা দিবসে কাশ্মীরের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন ঘোষণা
-
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি
ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তির ৭৩তম দিবসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের আন্দোলন সংগ্রামের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান সরকার। পাশাপাশি ইসলামাবাদ এবার কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে।
৭৩তম দিবসে বক্তৃতায় প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, পাকিস্তানের জনগণ সবসময় কাশ্মীরি ভাইদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আত্ম-নিয়ন্ত্রণাধিকারের সংগ্রামে তাদের পাশে রয়েছে। তিনি বলেন, “আমরা কাশ্মীরি জনগণের জন্য এবং তারা আমাদের জন্য।” কাশ্মীরের মর্যাদা কেড়ে নেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে পাক প্রেসিডেন্ট বলেন, ইসলামাবাদ কাশ্মীরের জনসংখ্যার হার পরিবর্তন করে দেয়ার ষড়যন্ত্র মেনে নেব না।
এদিকে, ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে পাকিস্তান কালোদিবস হিসেবে পালন করবে। জম্মু-কাশ্মীরে চলমান নৃশংসতা, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও কারফিউ জারির প্রতিবাদ জানাতে পাকিস্তান এ সিদ্ধান্ত নিয়েছে। এছোড়া, কাশ্মীর ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার জন্য পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি পরিষদের সভাপতির কাছে চিঠি দিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/১৪