গোয়াইদোর বিরুদ্ধে উচ্চ পর্যায়ের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে
(last modified Sat, 07 Sep 2019 12:53:50 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১৮:৫৩ Asia/Dhaka
  • দলীয় এক নেতার সঙ্গে পারমর্শ করেছন হুয়ান গোয়াইদো
    দলীয় এক নেতার সঙ্গে পারমর্শ করেছন হুয়ান গোয়াইদো

ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গোয়াইদোর বিরুদ্ধে উচ্চপর্যায়ের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে। ভেনিজুয়েলার সরকারি কৌঁসুলিরা একথা জানিয়েছেন।

ভেনিজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব গতকাল (শুক্রবার) জানান, তেল সমৃদ্ধ একটি সীমান্তবর্তী এলাকা বৃটেনের হাতে তুলে দেয়ার চক্রান্ত করেছিলেন গোয়াইদো এবং এর বিনিময়ে তিনি ব্রিটেনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেন।

তারেক সাব একে অবৈধ আলোচনা হিসেবে মন্তব্য করে বলেন, গোয়াইদো দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ব্রিটেনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য এর ষড়যন্ত্র করেছিলেন। তার এ কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে ভেনিজুয়েলার অ্যাটর্নি জেনারেলের হাতে একটি অডিও রেকর্ডিং রয়েছে যাতে আমেরিকার একজন সরকারি কর্মকর্তা গোয়াইদোর একজন উপদেষ্টাকে ব্রিটিশ তেল কোম্পানি এক্সোন মোবিলকে তেলসমৃদ্ধ এলাকাটি দিয়ে দেয়ার কথা বলছেন। ওই অডিওতে শোনা যায়- ভেনিজুয়েলায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ভ্যানিসা নিউম্যানের কন্ঠ যিনি ব্রিটিশ পররাষ্ট্র এবং কমনওয়েলথ দপ্তরকে জানাচ্ছেন যে, ভেনিজুয়েলার বিরোধীদল রাজনৈতিক সমর্থন পেলে গায়ানা সীমান্তবর্তী তেলসমৃদ্ধ ওই এলাকার দাবি ছেড়ে দেবে।

গায়না সীমান্তে অবস্থিত ভেনিজুয়েলার ওই এলাকার আয়তন ১,৫৯,০০০ বর্গকিলোমিটার এবং এলাকাটি নিয়ে গায়ানার সাথে ভেনিজুয়েলার দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। গায়না হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথ এর সদস্য। সম্প্রতি মার্কিন সরকার গায়ানাতে বহু সংখ্যক সেনা মোতায়েন করেছে। এক দশকের ভেতরে এই প্রথম আমেরিকা সেখানে সেনা মোতায়েন করল।#

পার্সটুডে/এসআইবি/৭

ট্যাগ