ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেন নরওয়ের আইনজীবীরা
-
ইসরাইলি হামলায় নিহত এক ফিলিস্তিনি
নরওয়ের সেরা আইনজীবীদের একটি দল ইহুদিবাদী ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। ইহুদিবাদী ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ তুলে ধরে নিষেধাজ্ঞা আরোপের এ আহ্বান জানান হয়।
এতে যারা সই করেছেন তাদের মধ্যে অধ্যাপক জান ফারিডথিওফ বার্ন্টের মতো খ্যাতিমান এবং আইন বিশেষজ্ঞরা রয়েছেন। আন্তর্জাতিক আইন মেনে চলুন শীর্ষক তাদের এ আহ্বানে ইহুদিবাদী ইসরাইলের পূর্ব জেরুজালেম, গোলান উপত্যকা এবং জর্ডান উপত্যকায় আগ্রাসন চালানোর এবং এ সব এলাকা কুক্ষিগত করার ঘটনা তুলে ধরা হয়।

পাশাপাশি এতে আরও বলা হয় যে, ২০১৮ সালের মার্চ থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত গাজা সীমান্তে ৩০৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। গাজা সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভ শোভাযাত্রায় অংশ নেয়ার সময় এদের হত্যা করা হয়।
এ ছাড়া, গত বছর ৫৬ জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইল। কিন্তু এ সব ঘটনার কোনও প্রতিবাদ জানায় নি নরওয়ে। এতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের প্রতি কঠোর প্রতিক্রিয়া না দেখানোয় নরওয়ের আইনজীবীরা গভীর উদ্বেগ বোধ করছেন।
পার্সটুডে/মূসা রেজা/১