নির্বাচন পুনঃগণনার ফলাফল মানবো না: আবদুল্লাহর ঘোষণা
(last modified Sun, 10 Nov 2019 12:47:41 GMT )
নভেম্বর ১০, ২০১৯ ১৮:৪৭ Asia/Dhaka
  • গত ৩০ সেপ্টেম্বর কাবুলে এক সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময় চোখ ঢেকে রেখেছেন আবদুল্লাহ আবদুল্লাহ (ডানে)
    গত ৩০ সেপ্টেম্বর কাবুলে এক সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময় চোখ ঢেকে রেখেছেন আবদুল্লাহ আবদুল্লাহ (ডানে)

আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পুনঃগণনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন,  প্রতারণাপূর্ণ ফলাফল তিনি মেনে নেবেন না।

আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, নির্বাচনে প্রতারণার আশ্রয় নিয়ে যে ফলাফল তৈরি করা হবে তা গ্রহণযোগ্য হবে না; নির্বাচনের ফলাফল অবশ্যই জনগণের পরিষ্কার ভোটের ভিত্তিতে হতে হবে। আজ (রোববার) আফগানিস্তানের রাজধানী কাবুলে সমর্থকদের এক সমাবেশে তিনি একথা বলেন। আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, তার পর্যবেক্ষকরা ভোট পুনঃগণনা বয়কট করবেন।

আফগান নির্বাচনের ব্যালট বাক্স

গত ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গণি। এর আগে আব্দুল্লাহ আব্দুল্লাহ দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু বিজয়ী হতে পারেন নি। সেক্ষেত্রে এবারের নির্বাচন তার ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বারবার লাখ লাখ ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আফগানিস্তানে এবরাই সবচেয়ে পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে বলে মনে করা হচ্ছে যাতে জার্মান একটি প্রতিষ্ঠান বায়োমেট্রিক মেশিন সরবরাহ করেছে। এই মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হলে কোনো ভোটার একবারের বেশি ভোট দিতে পারবেন না। এবারের নির্বাচনে ২০ লাখের সামান্য কিছু বেশি ভোটার ভোট দিয়েছেন। আফগানিস্তানে মোট রেজিস্ট্রিকৃত ভোটারের সংখ্যা ৯৬ লাখ। দেশটির মোট জনসংখ্যা তিন কোটি ৭০ লাখ।#

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ