পদত্যাগ করলেন মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী প্রেসিডেন্ট ইভো মোরালেস
https://parstoday.ir/bn/news/world-i75159-পদত্যাগ_করলেন_মার্কিন_সাম্রাজ্যবাদ_বিরোধী_প্রেসিডেন্ট_ইভো_মোরালেস
ল্যাতিন আমেরিকার দেশ বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তার দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার স্বার্থে পদত্যাগ করেছেন।রোববার রাতে এক ভাষণে নিজের পদত্যাগের কথা ঘোষণা করার পাশাপাশি দেশ সহিংসতা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়ার জন্য সরকার বিরোধীদের তীব্র সমালোচনা করেন সাম্রাজ্যবাদ বিরোধী এই প্রেসিডেন্ট।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১১, ২০১৯ ০৬:৫৮ Asia/Dhaka
  • পদত্যাগের ঘোষণা দিচ্ছেন প্রেসিডেন্ট মোরালেস
    পদত্যাগের ঘোষণা দিচ্ছেন প্রেসিডেন্ট মোরালেস

ল্যাতিন আমেরিকার দেশ বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তার দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার স্বার্থে পদত্যাগ করেছেন।রোববার রাতে এক ভাষণে নিজের পদত্যাগের কথা ঘোষণা করার পাশাপাশি দেশ সহিংসতা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়ার জন্য সরকার বিরোধীদের তীব্র সমালোচনা করেন সাম্রাজ্যবাদ বিরোধী এই প্রেসিডেন্ট।

বলিভিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী কার্লোস মেসাকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট মোরালেস। কিন্তু কার্লোস মেসা কারচুপির অভিযোগ তুলে ওই ফলাফল প্রত্যাখ্যান করেন এবং সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন। বলিভিয়ার সরকার বিরোধী এই নেতা আমেরিকা-পন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

গত কয়েকদিনে প্রেসিডেন্ট মোরালেসের বিরুদ্ধে বিক্ষোভ তুঙ্গে ওঠে

প্রেসিডেন্ট মোরালেস রোববার বিকেলে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে দেশে আবার প্রেসিডেন্ট নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার কয়েক ঘণ্টা না যেতেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুডরিগেজ পদত্যাগকারী প্রেসিডেন্টের প্রতি সমর্থন ঘোষণা করে বলেছেন, ইভো মোরালেসকে ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট মোরালেস মার্কিন সাম্রাজ্যবাদ-বিরোধী নীতি গ্রহণ করার কারণে আমেরিকার পক্ষ থেকে তীব্র চাপের মুখে ছিলেন। ২০০৬ সাল থেকে বলিভিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।