শিগগিরই প্রেসিডেন্ট নির্বাচন দেয়ার ঘোষণা দিলেন বলিভিয়ার স্বঘোষিত নেতা
(last modified Mon, 18 Nov 2019 08:06:21 GMT )
নভেম্বর ১৮, ২০১৯ ১৪:০৬ Asia/Dhaka
  • জেনিন আনেজ
    জেনিন আনেজ

বলিভিয়ার স্বঘোষিত নেতা এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনিন আনেজ গতকাল (রোববার) বলেছেন, তিনি শিগগিরই দেশে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। বলিভিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ইভো মোরালেস সামরিক ও রাজনৈতিক দলগুলোর চাপের মুখে পদত্যাগ করার পর বলিভিয়ায় এক সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভ চলে আসছে।

প্রেসিডেন্ট প্রাসাদ থেকে দেয়া ভাষণে জেনিন আনেজ বলেন, আমরা শিগগিরই প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করব এবং নির্বাচন হবে স্বচ্ছ ও অবাধ। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেন নি; শুধু জানিয়েছেন যে, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের ব্যবস্থা করা হবে।

গত ২০ অক্টোবর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ইভো মোরালেস কারচুপি করেছেন বলে বিরোধীদলগুলো অভিযোগ তোলে। এরপর দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয় এবং সামরিক ও রাজনৈতিক দলগুলোর চাপের মুখে মোরালেস পদত্যাগ করেন। বর্তমানে তিনি মেক্সিকোতে অবস্থান করছেন। ইভো মোরালেসের পদত্যাগের পর বলিভিয়ার সিনেটের ৫২ বছর বয়সী ডেপুটি স্পিকার জেনিন আনেজ নিজেকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।#

পার্সটুডে/ এসআইবি/১৮

 

ট্যাগ