চেক প্রজাতন্ত্রে হাসপাতালে গুলিতে নিহত ৬, হামলাকারীর আত্মহত্যা
https://parstoday.ir/bn/news/world-i75841-চেক_প্রজাতন্ত্রে_হাসপাতালে_গুলিতে_নিহত_৬_হামলাকারীর_আত্মহত্যা
চেক প্রজাতন্ত্রের অসত্রাভা শহরের একটি হাসপাতালে গুলিতে ছয়জন নিহত হয়েছে।  এরপর হামলাকারী পালিয়ে গেলেও পরে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৯ ১৯:০৩ Asia/Dhaka
  • এই হাসপাতালের ঘটেছে গুলির ঘটনা
    এই হাসপাতালের ঘটেছে গুলির ঘটনা

চেক প্রজাতন্ত্রের অসত্রাভা শহরের একটি হাসপাতালে গুলিতে ছয়জন নিহত হয়েছে।  এরপর হামলাকারী পালিয়ে গেলেও পরে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে।

হাসপাতালের পরিচালক ইউজিরি হাভল্যান্ট বলেছেন, হাসপাতালের বহির্বিভাগের ওয়েটিং রুমে হামলা চালায় অস্ত্রধারী ব্যক্তি।  ওই ব্যক্তির গুলিতে পাঁচজন ঘটনাস্থলেই এবং সার্জারির সময় একজন নিহত হয়। আহত দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কোনো চিকিৎসক হতাহত হননি। নিহত ছয়জনের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।

হামলা চালানের পরপরই সেখান থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। এরপর নিজেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ টুইটার বার্তায় বলেছে, ‘আমরা ওই হামলাকারীকে ধরেছিলাম। তবে পুলিশ কিছু করার আগেই ওই ব্যক্তি নিজের মাথায় গুলি করে বসে এবং মারা যায়।' হামলাকারীর বয়স ৪২ বছর বলে জানিয়েছে পুলিশ।#

পার্সটুডে/এসএ/১০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।