‘শিগগিরই মোরালেসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে’
https://parstoday.ir/bn/news/world-i75966-শিগগিরই_মোরালেসের_বিরুদ্ধে_গ্রেফতারি_পরোয়ানা_জারি_করা_হবে’
বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন আনেজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে খুব শিগগিরই গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। তিনি আরো বলেন, মোরালেস দেশে ফিরতে চাইলে তাকে গ্রেপ্তার করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৯ ১৭:৩৮ Asia/Dhaka
  • বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন আনেজ
    বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন আনেজ

বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন আনেজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে খুব শিগগিরই গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। তিনি আরো বলেন, মোরালেস দেশে ফিরতে চাইলে তাকে গ্রেপ্তার করা হবে।

গতকাল (শনিবার) আর্জেন্টিনার কাছে বলিভিয়া সীমান্তে সামরিক মহড়ায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনেজ বলেন, “আমি কয়েকদিনের মধ্যে মোরালেসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

জেনিন আনেজ বলেন, যদি মোরালেস বলিভিয়ায় ফিরতে চান তাহলে তার জানা উচিত তাকে দেশের মানুষের কাছে কতগুলো প্রশ্নের জবাব দিতে হবে এবং তার জন্য বিচার ব্যবস্থায় বেশ কিছু বকেয়া রয়েছে। তাকে এসব পরিণতি ভোগ করতে হবে।

ইভো মোরালেস

বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেন, মোরালেসের বিরুদ্ধে এরইমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার জন্য মোরালেসের বিরুদ্ধে তদন্ত চালানো হবে।

 বলিভিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম জাতীয়তাবাদী নেতা ইভো মোরালেস সামরিক ও রাজনৈতিক চাপের মুখে গত মাসে পদত্যাগ করতে বাধ্য হন। যে পরিস্থিতিতে তিনি পদত্যাগ করেন তাকে মার্কিন সমর্থিত সামরিক কু বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/১৫