ব্রিটিশ প্রধানমন্ত্রীর নির্দেশ না মেনে পদত্যাগ করলেন অর্থমন্ত্রী সাজিদ জাভিদ
https://parstoday.ir/bn/news/world-i77450-ব্রিটিশ_প্রধানমন্ত্রীর_নির্দেশ_না_মেনে_পদত্যাগ_করলেন_অর্থমন্ত্রী_সাজিদ_জাভিদ
ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন । ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক নির্দেশকে অগ্রহণযোগ্য বিবেচনা করে তিনি পদত্যাগ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ০২:২৬ Asia/Dhaka
  • সাজিদ জাভিদ
    সাজিদ জাভিদ

ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন । ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক নির্দেশকে অগ্রহণযোগ্য বিবেচনা করে তিনি পদত্যাগ করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, জাভিদকে তার সহযোগীদের বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী জনসন। জবাবে সাজিদ জানিয়েছেন, কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী এ ধরনের শর্ত মানতে পারেন না।

জাভিদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন একটি সূত্র বলেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসন অর্থমন্ত্রী সাজিদ জাভিদের সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। তাদের স্থানে প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ উপদেষ্টাদের নিয়োগ দিতে বলেছিলেন যাতে সবাই মিলে একটি টিম গঠন করা যায়।

প্রথমদফা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসন সাজিদ জাভিদকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। থেরেসা মে’র মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।