মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম নন, প্রধানমন্ত্রী হলেন মুহিউদ্দিন ইয়াসিন
-
নয়া প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন (বামে)
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ এ নিয়োগ দিয়েছেন। আগামীকাল রোববার স্থানীয় সময় সকাল ১০টায় কুয়ালালামপুরে 'ইস্তানা নেগারা' রাজপ্রাসাদে তার শপথ নেয়ার কথা রয়েছে।
মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বলেছেন, দেশটির রাজা সংসদের ২২২ সদস্যের সঙ্গে বৈঠকের পর মুহিউদ্দিন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুযাযী রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবেন নিয়োগ দিয়েছেন। ইয়াসিন এর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
গত ২৪ ফেব্রুয়ারি মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।
রাজ প্রাসাদ সূত্র বলছে, মালয়েশিয়ার আরেক নেতা আনেয়ার ইব্রাহিমের চেয়ে মুহিউদ্দিন ইয়াসিনের পক্ষেই বেশিরভাগ সংসদ সদস্য তাদের মত প্রকাশ করেছেন।
দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম। তবে গত নির্বাচনে আয়োয়ার ইব্রাহিম ও মাহাথির মোহাম্মাদ জোটবন্ধভাবে নির্বাচন করে বিজয়ী হন। তখন থেকে জল্পনা চলছিল আনোয়ার ইব্রাহিম হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু রাজার ঘোষণার মধ্য দিয়ে ওই জল্পনার অবসান ঘটেছে। #
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।