স্পেনে করোনাভাইরাস আতঙ্ক, রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i78269-স্পেনে_করোনাভাইরাস_আতঙ্ক_রাষ্ট্রীয়_জরুরি_অবস্থা_ঘোষণা
মরণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধ করতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ১৪, ২০২০ ১৬:২১ Asia/Dhaka
  • স্পেনে করোনাভাইরাস আতঙ্ক, রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা

মরণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধ করতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করছে।

স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ৪,২০০ জনের  উপরে ছাড়িয়ে যাওযার পাশাপাশি ১২০ জনের মৃত্যুর পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানজেস গতকাল (শুক্রবার) তার দেশে জরুরি অবস্থার ঘোষণা দেন। স্পেনে অধিক সংক্রামিত শহর মাদ্রিদে সংক্রামিত হয়েছে প্রায় ১৫০০ জন এবং মাদ্রিদে মৃত্যুর সংখ্যা ৫৭ জন। স্পেনে মাদ্রিদের পর অধিক সংক্রামিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে পাইস ভাস্কো এবং কাতালুনিয়া। সংক্রমণের এই সংখ্যা প্রতিনিয়ত জ্যামিতিক হারে বাড়ছে।

করোনাভাইরাসের মহামারি ঠেকাতে স্পেনের প্রদেশগুলোর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এরইমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো ভাইরাসের সংক্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ১৫ দিনের বিশেষ সতর্কবস্থার ঘোষণা দেন। এই সময়ের মধ্যে দেশের বড় বড় শহরগুলোর সব দোকান, বার এবং রেস্টুরেন্ট বন্ধ থাকার নির্দেশ দেন। এছাড়া এই সময়ের মধ্যে সব ধরনের লোক সমাগম, জনসভা এবং প্যারেড বন্ধ থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী সানজেস বলেন, করোনাভাইসের আক্রান্তের সংখ্যা আগামী সপ্তাহের মধ্যে ১০ হাজারের বেশি ছাড়িয়ে যেতে পারে। এ ভয়াবহ পরিস্থিতি রোধ করতে দেশের জনগণকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সফলতা আমাদের প্রত্যেকের ওপর নির্ভর করছে। সবচেয়ে সাহসি কাজ হবে সব সময় হাত ধোলাই করা এবং নিজ বাড়িতে অবস্থান করা।"#

পার্সটুডে/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।