ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থা অনেকটা স্থিতিশীল
https://parstoday.ir/bn/news/world-i78927-ব্রিটিশ_প্রধানমন্ত্রীর_অবস্থা_অনেকটা_স্থিতিশীল
করোনাভাইরাস প্রচণ্ডভাবে অসুস্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা কিছুটা স্থিতিশীল। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে থাকার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০২০ ১৯:৩৪ Asia/Dhaka
  • বরিস জনসন
    বরিস জনসন

করোনাভাইরাস প্রচণ্ডভাবে অসুস্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা কিছুটা স্থিতিশীল। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে থাকার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল হয়।

হাসপাতালে জনসনকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। তার অনুপস্থিতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন।

গত দুই সপ্তাহ আগে বরিস জনসন করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হন। এরপর গত রোববার তিনি হাসপাতালে ভর্তি হন এবং সোমবার পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউ-তে রাখা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মারাত্মক অসুস্থতার মধ্যে দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।#

পার্সটুডে/এসআইবি/৮