ইরান-বিরোধী নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করলেন নোয়াম চমস্কি
https://parstoday.ir/bn/news/world-i78964-ইরান_বিরোধী_নিষেধাজ্ঞার_কঠোর_সমালোচনা_করলেন_নোয়াম_চমস্কি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকার প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আমেরিকার বিশিষ্ট দার্শনিক এবং রাজনৈতিক ভাষ্যকার নোয়াম চমস্কি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ১০, ২০২০ ১৪:২১ Asia/Dhaka
  • নোয়াম চমস্কি
    নোয়াম চমস্কি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকার প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আমেরিকার বিশিষ্ট দার্শনিক এবং রাজনৈতিক ভাষ্যকার নোয়াম চমস্কি।

তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, “যখন আমেরিকা এরকম বিপর্যয়কর নিষেধাজ্ঞা আরোপ করে তখন বুঝতে হবে যে, শুধু একমাত্র দেশ আমেরিকা এই ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে এবং অন্যদের দায়িত্ব হচ্ছে তা অনুসরণ করা। এটা অনেকটা প্রভু এবং ভৃত্যের সম্পর্কের মতো। আমেরিকার কথা না শুনলে অন্য দেশগুলোকে তারা অর্থনৈতিক ব্যবস্থা থেকে বহিষ্কার করে।”

করোনা মহামারীর মধ্যেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

নোয়াম চমস্কি তার সাক্ষাৎকার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং সিঙ্গাপুরের প্রশংসা করেন। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে এ দেশগুলো বেশ সফলতার পরিচয় দিয়েছে। সাক্ষাৎকারের চমস্কি জার্মানির স্বার্থপরতার সমালোচনা করেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে জার্মানির স্বার্থপর আচরণ গ্রহণযোগ্য নয় এবং তারা বাকি বিশ্বকে এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা দিচ্ছে না।

তিনি বলেন, করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডবে আমেরিকা ও ব্রিটেনের অবস্থা অত্যন্ত খারাপ। ৯১ বছর বয়সী এই বুদ্ধিজীবী আরো বলেন, “করোনার মারাত্মক আঘাত চলছে এবং সম্ভবত আরো ভয়াবহ আকার ধারণ করে সামনে এগিয়ে আসবে। আমরা বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছি। মানব সভ্যতায় আজ পর্যন্ত যেসব খারাপ ঘটনা ঘটেছে তার যেকোনোটির চেয়ে এখন এটি বড় কিছু হয়ে উঠতে চলেছে। করোনা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা বক্তব্যেরও সমালোচনা করেন নোয়াম চমস্কি।#

পার্সটুডে/এসআইবি/১০