গত বছর ব্রিটিশ মন্ত্রীদেরকে করোনা নিয়ে সতর্ক করা হয়েছিল: গোপন নথি
https://parstoday.ir/bn/news/world-i79361-গত_বছর_ব্রিটিশ_মন্ত্রীদেরকে_করোনা_নিয়ে_সতর্ক_করা_হয়েছিল_গোপন_নথি
ব্রিটেনের কয়েকজন মন্ত্রীকে গত বছরই করোনাভাইরাসের ঝুঁকি এবং এর সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক পরিণতি নিয়ে সতর্ক করা হয়েছিল। ফাঁস হওয়া গোপন একটি দলিল থেকে এ তথ্য জানা গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৫, ২০২০ ২২:৩০ Asia/Dhaka
  • করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
    করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটেনের কয়েকজন মন্ত্রীকে গত বছরই করোনাভাইরাসের ঝুঁকি এবং এর সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক পরিণতি নিয়ে সতর্ক করা হয়েছিল। ফাঁস হওয়া গোপন একটি দলিল থেকে এ তথ্য জানা গেছে।

ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা দ্যা গার্ডিয়ানে প্রকাশিত তথ্য থেকে জানা যায় যে, গত বছর ৬০০ পৃষ্ঠার ন্যাশনাল সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্ট ২০১৯-এ সই করেছিলেন সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্স এবং প্রধানমন্ত্রী বরিস জনসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ওই দলিলে সতর্ক করে বলা হয়েছিলে যে, এমনকি সাধারণ পর্যায়ের মহামারীতেও ব্রিটেনে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। এই ঝুঁকি মেটাতে সরকারকে সক্ষমতা অর্জনের তাগিদ দেয়া হয়েছিল।

ন্যাশনাল সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্টে যেসব পরামর্শ দেয়া হয় তার মধ্যে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই’র মজুদ গড়ে তোলা, মাত্রাতিরিক্ত মৃত্যুর ঘটনা সমাল দেয়ার পরিকল্পনা এবং রোগ নজরদারি ও শণাক্ত করার জন্য কার্যপ্রণালী ঠিক করার বিষয়টি ছিল উল্লেখযোগ্য। এতে বিদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সহযোগিতা করা ও তাদেরকে দেশে ফেরত নেয়ার বিষয়টিকেও অগ্রাধিকার দেয়া হয়। এতে সুস্পষ্ট করে বলা হয়- নোভেল করোনভাইরাসের মহামারী উচ্চমাত্রায় সংক্রমণ ঘটাতে ও ব্যাপক প্রাণহানি ঘটাতে সক্ষম। ফলে মহামারীকে অনেক বেশি মারাত্মক বলে উল্লেখ করা হয় ওই দলিলে।#

পার্সটুডে/এসআইবি/২৫