স্বৈরতান্ত্রিক সরকার গঠনের ঘোষণায় হাফতারের নিন্দা করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i79463-স্বৈরতান্ত্রিক_সরকার_গঠনের_ঘোষণায়_হাফতারের_নিন্দা_করল_তুরস্ক
লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার দেশে নতুন করে স্বৈরতান্ত্রিক সরকার গঠন করবেন বলে যে ঘোষণা দিয়েছেন তার নিন্দা করেছে তুরস্ক।  জেনারেল হাফতার সম্প্রতি ঘোষণা করেছেন, ২০১৫ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছিল তা তিনি আর মানবেন না বরং দেশে নতুন সরকার গঠন করবেন। তিনি বলেছেন লিবিয়াকে শাসন করার বৈধতা তার রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৯, ২০২০ ২৩:০৭ Asia/Dhaka
  • চাভুসওগ্লু
    চাভুসওগ্লু

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার দেশে নতুন করে স্বৈরতান্ত্রিক সরকার গঠন করবেন বলে যে ঘোষণা দিয়েছেন তার নিন্দা করেছে তুরস্ক।  জেনারেল হাফতার সম্প্রতি ঘোষণা করেছেন, ২০১৫ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছিল তা তিনি আর মানবেন না বরং দেশে নতুন সরকার গঠন করবেন। তিনি বলেছেন লিবিয়াকে শাসন করার বৈধতা তার রয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আজ (বুধবার) তার ওই বক্তব্যের নিন্দা জানান। তিনি বলেন, “এই বক্তব্যের মাধ্যমে জেনারেল হাফতার আবারো প্রমাণ করেছেন, তিনি রাজনৈতিক সমাধান চান না। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক প্রচেষ্টাকেও সমর্থন করেন না বরং তিনি দেশে সামরিক স্বৈরতান্ত্রিক সরকার গঠন করতে চান।”

জেনারেল খলিফা হাফতার

২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার পর লিবিয়ায় মারাত্মক গোলযোগ ছড়িয়ে পড়ে। এরপর দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে দেশটি। এক ভাগে রয়েছে আন্তর্জাতিক সমাজ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকার আর অন্যদিকে রয়েছে পূর্বাঞ্চলীয় তবরুক শহরভিত্তিক জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন আরেকটি সরকার।#

পার্সটুডে/এসআইবি/২৯