ভেনিজুয়েলায় সাগর পথে আগ্রাসনের সঙ্গে আমেরিকা জড়িত নয়: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i79656-ভেনিজুয়েলায়_সাগর_পথে_আগ্রাসনের_সঙ্গে_আমেরিকা_জড়িত_নয়_ট্রাম্প
ভেনিজুয়েলায় সম্প্রতি সাগরপথে আগ্রাসন চালানোর ঘটনায় ওয়াশিংটনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মে ০৬, ২০২০ ২০:২৪ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভেনিজুয়েলায় সম্প্রতি সাগরপথে আগ্রাসন চালানোর ঘটনায় ওয়াশিংটনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত রোববার ভোরে ভেনিজুয়েলায় সাগরপথে আগ্রাসনের আত্মস্বীকৃত মূল হোতা জর্দান গুদ্রেয়ো'র দুই মার্কিন সহযোগীকে আটক করা হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানানোর পর ট্রাম্পের এ বক্তব্য এলো। এদিকে, সাগরপথে আগ্রাসনের মদদদাতা গুদ্রেয়ো রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন, আটক দুই মার্কিন নাগরিক ডেনমান ও বেরি তার লোক। 

প্রেসিডেন্ট ট্রাম্প আজ (মঙ্গলবার) হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে বলেন, "আমরা এ বিষয়ে তদন্ত করবো। এ ঘটনা কেবল শুনেছি মাত্র। তবে এর  সঙ্গে আমাদের সরকার কোনোভাবেই জড়িত নয়।" 

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

আলাদা এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ ধরনের ব্যর্থ  আগ্রাসনে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার  এক সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েকদিন যাবৎ ভেনিজুয়েলায় যা ঘটেছে তার সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই। এদিকে ভেনিজুয়েলায় আমেরিকার দুই  নাগরিক আটকের বিষয়ে কোনো ধরনের তাৎক্ষণিক মন্তব্য না করেই মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এ ধরনের অনুপ্রবেশ চালিয়ে হামলা চালানোর সঙ্গে কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

রোববার ভোরে ভেনিজুয়েলার কয়েক জন নেতাকে হত্যা করতে সাগরপথে স্পিড বোটের সাহায্যে একদল সন্ত্রাসী ভেনিজুয়েলার বন্দর নগরী লা গুয়াইরার সমুদ্র সৈকতে পৌঁছালে তাদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, এতে আট সন্ত্রাসী নিহত হয়।ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেসটোর রেভেরোল বলেছেন, শত্রুদের ভাড়াটে সন্ত্রাসী দলের দুই সদস্যকে জীবিত অবস্থায় আটক করা সম্ভব হয়েছে।#

 পার্সটুডে/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।