রাশিয়ার সঙ্গে নতুন করে অস্ত্র চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i79686-রাশিয়ার_সঙ্গে_নতুন_করে_অস্ত্র_চুক্তি_স্বাক্ষরের_আগ্রহ_প্রকাশ_করলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের অংশগ্রহণে রাশিয়ার সঙ্গে নতু করে অস্ত্র চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে এই আগ্রহের কথা জানান।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
মে ০৮, ২০২০ ০৬:১৭ Asia/Dhaka
  • রাশিয়ার সঙ্গে নতুন করে অস্ত্র চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের অংশগ্রহণে রাশিয়ার সঙ্গে নতু করে অস্ত্র চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে এই আগ্রহের কথা জানান।

এর একদিন আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় দু’দেশের সমরাস্ত্র নিয়ন্ত্রণ করার উপায় নিয়ে আলোচনা করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত বিবরণ না দিয়ে জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী ‘অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ’ নিয়ে আলোচনা করেছেন।

রাশিয়া সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা তার নয়া পরমাণু অস্ত্র দিয়ে যেকোনো ধরনের হামলা চালালে তাকে ‘পারমাণবিক হামলা’ হিসেবে বিবেচনা করে সেই মাত্রায় জবাব দেয়া হবে।

১৯৮৭ সালে আইএনএফ চুক্তিতে সই করেন তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রিগ্যান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে তার দেশকে আনুষ্ঠানিকভাবে বের করে নেন। আমেরিকার ওই পদক্ষেপের ফলে বিশ্বে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়।ঐতিহাসিক ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) ট্রিটি নামের ওই চুক্তিটি ১৯৮৭ সালে আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতারা স্বাক্ষর করেছিলেন।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।