তালেবানের ৯০০ বন্দীকে মুক্তি দিয়েছে আফগান সরকার
https://parstoday.ir/bn/news/world-i80213-তালেবানের_৯০০_বন্দীকে_মুক্তি_দিয়েছে_আফগান_সরকার
আফগান সরকার কারাগার থেকে তালেবানের ৯০০ বন্দীকে মুক্তি দিয়েছে। দু পক্ষের মধ্যে যুদ্ধবিরতির তৃতীয় ও শেষ দিনে গতকাল (মঙ্গলবার) এসব বন্দীকে মুক্তি দেয়া হলো। একইসঙ্গে আফগান সরকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
মে ২৭, ২০২০ ১৩:০৯ Asia/Dhaka
  • মুক্তি পাওয়া তালেবান গেরিলারা
    মুক্তি পাওয়া তালেবান গেরিলারা

আফগান সরকার কারাগার থেকে তালেবানের ৯০০ বন্দীকে মুক্তি দিয়েছে। দু পক্ষের মধ্যে যুদ্ধবিরতির তৃতীয় ও শেষ দিনে গতকাল (মঙ্গলবার) এসব বন্দীকে মুক্তি দেয়া হলো। একইসঙ্গে আফগান সরকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।

বন্দী মুক্তির পর আফগান জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাভিদ ফয়সাল গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, “বন্দী বিনিময় ইস্যুর সুন্দর ব্যবস্থাপনার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো গুরুত্বপূর্ণ।”

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালেবান তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। এর জবাবে শুভেচ্ছার নিদর্শন হিসেবে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি তালেবানের দু হাজার বন্দীকে মুক্তি দেয়ার উদ্যোগ নেন।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি

আফগান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তালেবানের কাতার অফিসের মুখপাত্র সুহাইল শাহিন এক টুইটার বার্তায় “ভালো আগ্রগতি” বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, তালেবানও উল্লেখযোগ্য সংখ্যক সরকারি বন্দীকে মুক্তি দেবে। তবে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো কথা বলেন নি। গতরাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা।#     

পার্সটুডে/এসআইবি/২৭