আবার চন্দ্র অভিযান শুরু করবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i80340-আবার_চন্দ্র_অভিযান_শুরু_করবে_রাশিয়া
রাশিয়া ঘোষণা করেছে, ২০২১ সালের মধ্যে তারা আবারো চন্দ্র অভিযান শুরু করবেন। এজন্য মস্কো নতুন দু টি রকেট পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০১, ২০২০ ১৪:১২ Asia/Dhaka
  • রাশিয়ার রকেট উৎক্ষেপণ
    রাশিয়ার রকেট উৎক্ষেপণ

রাশিয়া ঘোষণা করেছে, ২০২১ সালের মধ্যে তারা আবারো চন্দ্র অভিযান শুরু করবেন। এজন্য মস্কো নতুন দু টি রকেট পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে।

আমেরিকার একটি বেসরকারি রকেট কোম্পানি স্পেসএক্স প্রথমবারের মতো কক্ষপথে মানুষ পাঠানোর পর রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই ঘোষণা দিল।

রাশিয়া বহু বছর ধরে একচেটিয়াভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের পাঠানোর ব্যাপারে রকেটের ব্যবসা করে এসেছে কিন্তু মার্কিন কোম্পানি মহাকাশে মানুষ পাঠানোর পর সে একচেটিয়া অবস্থার অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

রসকসমসের মুখপাত্র ভ্লাদিমির উস্তিমেনকো বলেন, “আমরা চুপচাপ বসে থাকার কোনো পরিকল্পনা করছি না, চলতি বছরে আমরা দু'টি রকেট পরীক্ষা করব এবং আগামী বছর থেকে আমরা চন্দ্র অভিযানের কর্মসূচি শুরু করব।”#

পার্সটুডে/এসআইবি/১