আফগানিস্তানে আবারও আক্রান্ত হলো মসজিদ; বোমায় ৪ মুসল্লি নিহত
https://parstoday.ir/bn/news/world-i80625-আফগানিস্তানে_আবারও_আক্রান্ত_হলো_মসজিদ_বোমায়_৪_মুসল্লি_নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে ইমামসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১২, ২০২০ ১৮:৩৫ Asia/Dhaka
  • আফগানিস্তানে আবারও আক্রান্ত হলো মসজিদ; বোমায় ৪ মুসল্লি নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে ইমামসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে।

শহরের পশ্চিম অংশে অবস্থিত শের শাহ সুরি মসজিদে বোমাটি আগেই পেতে রাখা ছিল, জুমার নামাজ শুরুর পর তাতে বিস্ফোরণ ঘটে। নিহত ইমামের নাম হচ্ছে মৌলভি আজিজুল্লাহ।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

চলতি মাসের শুরুর দিকেও একটি মসজিদে এ ধরনেরই একটি হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার দায় স্বীকার করেছিল দায়েশ বা আইএসের সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী। ওই গোষ্ঠীটি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে।

বিজ্ঞ আলেমরা বলছেন, কোনো মুসলমান পবিত্র মসজিদে এভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে না। ইসলামের শত্রুরাই কেবল এ ধরনের হামলা চালিয়ে থাকতে পারে।#

পার্সটুডে/এএএসএসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।