৭,৪০০ কোটি ডলারের সামরিক বাজেট পাস করল মার্কিন সিনেট কমিটি
https://parstoday.ir/bn/news/world-i80677-৭_৪০০_কোটি_ডলারের_সামরিক_বাজেট_পাস_করল_মার্কিন_সিনেট_কমিটি
মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটি ৭,৪০০ কোটি ডলারের সামরিক বাজেট পাস করেছে। বাজেট প্রস্তাবনায় চীনকে মোকাবেলার জন্য এর একটি বড় অংশ ব্যয় করার আহ্বান জানানো হয়েছে। এজন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে মার্কিন সরকার।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ১৪, ২০২০ ১৮:০৫ Asia/Dhaka
  • এফ-৩৫ জঙ্গিবিমান
    এফ-৩৫ জঙ্গিবিমান

মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটি ৭,৪০০ কোটি ডলারের সামরিক বাজেট পাস করেছে। বাজেট প্রস্তাবনায় চীনকে মোকাবেলার জন্য এর একটি বড় অংশ ব্যয় করার আহ্বান জানানো হয়েছে। এজন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে মার্কিন সরকার।

চীন ও রাশিয়ার মতো অন্যান্য শক্তি থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য কৌশলগত অস্ত্র ও প্লাটফর্ম ব্যবহারের ওপর জোর দেয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম মিলিটারি ডট কম এ খবর দিয়েছে।

সিনেট আর্মড সার্ভিসেস কমিটি প্রকাশিত ২০২১ সালের জাতীয় প্রতিরক্ষা অথারাইজেশন অ্যাক্ট বা এনডিএএ’র সারাংশে বলা হয়েছে- আমেরিকার নিরাপত্তা ও এশিয়ার সমৃদ্ধির জন্য সবচেয়ে ভালো উপায় হলো বিশ্বাসযোগ্য সামরিক শক্তির ভারসাম্য রক্ষা করা।

জাতীয় প্রতিরক্ষা অথারাইজেশন অ্যাক্টের অনুমোদন দিয়ে নতুন এফ-৩৫ জঙ্গিবিমান তৈরি ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তা মোতায়েনের বিষয়ে উৎসাহ দেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪