জাতিসংঘ লিগ্যাল কমিটিতে ইসরাইলের মনোনয়নের বিরোধিতা করল আরব গ্রুপ
(last modified Mon, 15 Jun 2020 10:17:28 GMT )
জুন ১৫, ২০২০ ১৬:১৭ Asia/Dhaka
  • মানসুর আল-ওতাইবি
    মানসুর আল-ওতাইবি

জাতিসংঘ সাধারণ পরিষদের লিগ্যাল কমিটিতে ইহুদিবাদী ইসরাইলের মনোনয়নের জোরালো বিরোধিতা করেছে আরব গ্রুপ। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। তার আগে এই কমিটিতে ইসরাইলকে ভাইস চেয়ারম্যান ও ব্যুরো সদস্য হিসেবে নিয়োগ দেয়ার তোড়জোড় চলছে।

জাতিসংঘে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত মনসুর আল-ওতাইবি জানিয়েছেন, ইসরাইলের নিয়োগের বিরোধিতা করে এরইমধ্যে আরব গ্রুপ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠিয়েছে। ওতাইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইসরাইলের নিয়োগের কঠোর বিরোধিতা করে জাতিসংঘ মহাসচিবকে ওই চিঠি দেয়া হয়েছে।

তিনি বলেন, ইসরাইলকে এই কমিটিতে নিয়োগ অন্যায় কারণ ধারাবাহিকভাবে তেল আবিব ফিলিস্তিনি জনগণের ওপর অন্যায়-অপরাধ চালিয়ে যাচ্ছে এবং গত সাত দশক ধরে ফিলিস্তিনিদের মানবাধিকার চরমভাবে লংঘন করে এসেছে। পাশাপাশি তেলআবিব আন্তর্জাতিক বহু আইন এবং জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব লংঘন করছে। এ অবস্থায় আরব গ্রুপ মনে করে জাতিসংঘের লিগ্যাল কমিটিতে ইহুদিবাদী ইসরাইল মনোনীত হওয়ার জন্য চরমভাবে অযোগ্য।#

পার্সটুডে/এসআইবি/১৫