প্রশান্ত মহাসাগরে ৩ মার্কিন রণতরী; তীব্র প্রতিক্রিয়া জানাল চীন
https://parstoday.ir/bn/news/world-i80709-প্রশান্ত_মহাসাগরে_৩_মার্কিন_রণতরী_তীব্র_প্রতিক্রিয়া_জানাল_চীন
প্রশান্ত মহাসাগরে একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছে তিন মার্কিন যুদ্ধজাহাজ। গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মহড়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ জানিয়েছে চীন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১৬, ২০২০ ০৭:০০ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

প্রশান্ত মহাসাগরে একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছে তিন মার্কিন যুদ্ধজাহাজ। গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মহড়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ জানিয়েছে চীন।

বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই অঞ্চলে রাষ্ট্রীয় স্বার্থ লঙ্ঘিত হতে দেখলে দেশটি চুপ থাকবে না। কাজেই আমেরিকার এমন কোনো ধরনের উসকানি দেয়া উচিত হবে না যা আঞ্চলিক শান্তি বিঘ্নিত করতে পারে।

২০১৭ সালে উত্তর কোরিয়া পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়

মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান এবং ইউএসএস থিওডর রুজভেল্ট পশ্চিম প্রশান্ত মহাসাগরে আমেরিকার ক্ষমতার দম্ভ ছড়াচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আর ইউএসএএস নিমিট্স মহড়া দিচ্ছে পূর্ব প্রশান্ত মহাসাগরে। প্রতিটি জাহাজে ৬০ টির বেশি যুদ্ধবিমান মোতায়েন রয়েছে বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে।

২০১৭ সালের পর আমেরিকার পক্ষ থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটিই সবচেয়ে বড় মহড়া। ২০১৭ সালে উত্তর কোরিয়া পরমাণু ক্ষেপনাস্ত্র পরীক্ষা করার পর ওয়াশিংটন-পিয়ংইয়ং উত্তেজনার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।