নিউজিল্যান্ডে নিরস্ত্র পুলিশকে গুলি করে হত্যা
https://parstoday.ir/bn/news/world-i80798-নিউজিল্যান্ডে_নিরস্ত্র_পুলিশকে_গুলি_করে_হত্যা
নিউজিল্যান্ডে নিরস্ত্র পুলিশকে গুলি করে হত্যা করেছে এক অজ্ঞাত অস্ত্রধারী। অকল্যান্ডে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এক গাড়ি থামানোর পর এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১৯, ২০২০ ১৭:৫৮ Asia/Dhaka
  • নিউজিল্যান্ডের এক পুলিশ
    নিউজিল্যান্ডের এক পুলিশ

নিউজিল্যান্ডে নিরস্ত্র পুলিশকে গুলি করে হত্যা করেছে এক অজ্ঞাত অস্ত্রধারী। অকল্যান্ডে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এক গাড়ি থামানোর পর এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনায় আহত হয় অপর এক কর্মকর্তা। ঘটনার পরই গাড়িতে করে পালিয়েছে হামলাকারী। শুক্রবার হামলার প্রায় চার ঘণ্টা পর সশস্ত্র পুলিশ সদস্যরা একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে। তবে এদের মধ্যে হামলাকারী রয়েছে কিনা তা স্পষ্ট নয়। নিউ জিল্যান্ডের পুলিশ সাধারণত সঙ্গে অস্ত্র বহন করে না

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন বলেছেন, পুলিশ নিহতের ঘটনা হতভম্ব করে দেওয়ার মতো একটা খবর। তিনি বলেছেন, ‘আমাদের এবং আমাদের জনগোষ্ঠীকে নিরাপদ রাখতে প্রতিদিন কঠোর পরিশ্রম করেন আমাদের পুলিশ কর্মকর্তারা।’

বিশ্বের অনেক দেশের মতো নিউজিল্যান্ডের পুলিশও সাধারণত অস্ত্র বহন করে না।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।