ভারতের অযোধ্যায় রামের জন্ম হয়নি: নেপালের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i81459-ভারতের_অযোধ্যায়_রামের_জন্ম_হয়নি_নেপালের_প্রধানমন্ত্রী
নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছেন, ভারতের অযোধ্যায় রামের জন্ম হয়নি, তিনি জন্ম নিয়েছেন বীরগঞ্জে। তিনি বলেন, যে অযোধ্যার কথা বলা হয় তা আসলে ভারতের অযোধ্যা নয়। এটা নেপালের রাজধানী থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে বীরগঞ্জের একটি গ্রাম।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২০ ১৭:০৮ Asia/Dhaka
  • ভারতের অযোধ্যায় রামের জন্ম হয়নি: নেপালের প্রধানমন্ত্রী

নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছেন, ভারতের অযোধ্যায় রামের জন্ম হয়নি, তিনি জন্ম নিয়েছেন বীরগঞ্জে। তিনি বলেন, যে অযোধ্যার কথা বলা হয় তা আসলে ভারতের অযোধ্যা নয়। এটা নেপালের রাজধানী থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে বীরগঞ্জের একটি গ্রাম।

গত সোমবার নিজের বাসভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতায় এই মন্তব্য করেছেন তিনি। আজ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। হিন্দু দেবতা রামের জন্ম ভারতের অযোধ্যায় বলে হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বাস করেন।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারতের বিরুদ্ধে আবারও বেশ কিছু অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ভারত তার দেশের ওপর সাংস্কৃতিক নিপীড়ন ও আগ্রাসন চালাচ্ছে। এ ছাড়া বিজ্ঞানে নেপালের অবদানের অবমূল্যায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘সংস্কৃতিগতভাবে আমরা নিপীড়িত হয়েছি। সত্য ঘটনাগুলোকে দখল করে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এখনো বিশ্বাস করি যে সীতাকে আমরা রাজকুমার রামকে দিয়েছিলাম, তবে আমরা রাজপুত্রকেও দিয়েছি, অযোধ্যা থেকে। এই অযোধ্যা ভারতের অযোধ্যা নয়। এই অযোধ্যা বীরগঞ্জের একটি গ্রাম। #

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।