চীন-মার্কিন উত্তেজনা আরও বাড়ল; কনস্যুলেট বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
https://parstoday.ir/bn/news/world-i81646-চীন_মার্কিন_উত্তেজনা_আরও_বাড়ল_কনস্যুলেট_বন্ধে_৭২_ঘণ্টার_আল্টিমেটাম
মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, কনস্যুলেট বন্ধ করতে চীনকে ৭২ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২২, ২০২০ ১৭:৫৪ Asia/Dhaka
  • কনস্যুলেট ভবন
    কনস্যুলেট ভবন

মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, কনস্যুলেট বন্ধ করতে চীনকে ৭২ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছে।

চীনের কনস্যুলেট চত্বরে আগুনের সাহায্যে কিছু নথি পুড়িয়ে ফেলা হয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মার্কিন কর্তৃপক্ষ এ নির্দেশ জারি করল।

হাউস্টনে চীনের বিপুল সংখ্যক নাগরিক বসবাস করে। তাদের পাশাপাশি মার্কিন নাগরিকদের ভিসা দেওয়ার সুবিধার্থে সেখানে কনস্যুলেট খুলেছিল চীন সরকার। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,  আমেরিকান ইন্টেলেকচুয়াল প্রপার্টি সুরক্ষিত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে চীন সরকার মার্কিন এ পদক্ষেপকে রাজনৈতিক উসকানি বলে অভিহিত করেছে। চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, এটি একটি অন্যায্য পদক্ষেপ। কনস্যুলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি।

একইসঙ্গে চীন এও বলেছে যে, মার্কিন সিদ্ধান্ত পরিবর্তন না হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। একটি সূত্র জানিয়েছে, চীন উহানে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিতে পারে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।