উ. কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ছোট পরমাণু বোমা বানিয়েছে, সন্দেহ জাতিসংঘের
(last modified Tue, 04 Aug 2020 11:18:24 GMT )
আগস্ট ০৪, ২০২০ ১৭:১৮ Asia/Dhaka
  • উ. কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ছোট পরমাণু বোমা বানিয়েছে, সন্দেহ জাতিসংঘের

উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বসানোর উপযোগী ছোট আকারের পরমাণু বোমা তৈরি করেছে বলে সন্দেহ করা হচ্ছে।  জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপিত এক গোপন প্রতিবেদনে এ সন্দেহ প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানালেও সন্দেহ প্রকাশকারী দেশগুলোর নাম জানাতে পারেনি। 

জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেল প্রতিবেদনটি তৈরি করেছে। গতকাল (সোমবার) জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়াবিষয়ক নিষেধাজ্ঞা কমিটিতে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

এতে বলা হয়, উত্তর কোরিয়া সর্বশেষ চালানো ছয়টি পারমাণবিক পরীক্ষার মধ্য দিয়ে একটি ছোট আকারের পারমাণবিক ডিভাইস তৈরি করতে সক্ষম হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরের পর পিয়ংইয়ং আর পারমাণবিক পরীক্ষা চালায়নি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপিত প্রতিবেদনে আরও বলা হয়, ‘উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে এবং পরীক্ষামূলকভাবে লাইট ওয়াটার রিঅ্যাক্টর স্থাপন করেছে। এর মাধ্যমে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির কাজ অব্যাহত রেখেছে।’

তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, তার দেশের যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তা দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট।# 

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।