আরো ৩ ভারতীয় সীমান্তে সেনা মোতায়েন করেছে চীন
https://parstoday.ir/bn/news/world-i82013-আরো_৩_ভারতীয়_সীমান্তে_সেনা_মোতায়েন_করেছে_চীন
ফের তুঙ্গে উঠেছে ভারত-চীন উত্তেজনা। লাদাখ নিয়ে টানাপড়েনের মধ্যেই উত্তরাখণ্ডের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে চীন। এ ঘটনায় গভীর উদ্বিগ্ন নয়াদিল্লি। এ-কাজে নেপালের সমর্থন রয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ০৪, ২০২০ ১৭:৩৬ Asia/Dhaka

ফের তুঙ্গে উঠেছে ভারত-চীন উত্তেজনা। লাদাখ নিয়ে টানাপড়েনের মধ্যেই উত্তরাখণ্ডের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে চীন। এ ঘটনায় গভীর উদ্বিগ্ন নয়াদিল্লি। এ-কাজে নেপালের সমর্থন রয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

এছাড়া উত্তর সিকিম ও অরুণাচল প্রদেশেও সীমান্ত বরাবর সেনা মোতায়েন করছে বেইজিং। এ অবস্থায় সীমান্ত এলাকায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন আরও বাড়িয়ে বেইজিংকে চাপে রাখার পরামর্শ ভারতের সামরিক বিশেষজ্ঞদের।#

সুত্র: সময় নিউজ

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন