ইরান পরমাণু সমঝোতার বাইরে গিয়ে ইউরেনিয়াম মজুত করছে: পম্পেও
https://parstoday.ir/bn/news/world-i82923-ইরান_পরমাণু_সমঝোতার_বাইরে_গিয়ে_ইউরেনিয়াম_মজুত_করছে_পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পরমাণু সমঝোতায় অনুমোদিত পরিমাণের চেয়ে ইরান ১০ গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। তিনি এক টুইটার বার্তায় ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকার বেরিয়ে যাওয়ার কথা এড়িয়ে গিয়ে এ মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০৯:৪২ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পরমাণু সমঝোতায় অনুমোদিত পরিমাণের চেয়ে ইরান ১০ গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। তিনি এক টুইটার বার্তায় ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকার বেরিয়ে যাওয়ার কথা এড়িয়ে গিয়ে এ মন্তব্য করেছেন।

পম্পেও দাবি করেন, পরমাণু সমঝোতা বলে এখন আর কিছু নেই বরং এটি ইতিহাসের অংশ হয়ে গেছে। তিনি ইরানের ওপর চাপ প্রয়োগ করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় লিখেছেন, “বলা হচ্ছে ইরান পরমাণু সমঝোতায় নির্ধারিত পরিমাণের চেয়ে ১০ গুণ ইউরেনিয়াম মজুত করেছে। এখন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনসহ অন্যান্য দেশের উচিত ঘুম থেকে জেগে ওঠা এবং এই বাস্তবতা মেনে নেয়া যে, পরমাণু সমঝোতা ইতিহাসের অংশ হয়ে গেছে। কাজেই ইরানের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে এসব দেশের উচিত এখন আমাদের সঙ্গে যোগ দেয়া। ”

ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনার অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র সেন্ট্রিফিউজের সারি (ফাইল ছবি)

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেন, সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে ইরানের ওপর চাপপ্রয়োগ করে দেশটিকে আলোচনায় বসতে বাধ্য করা।

পম্পেও এমন সময় এ দাবি করলেন যখন তেহরান জোর দিয়ে বলে আসছে, দেশটি কোনো অবস্থাতেই চাপের মুখে আলোচনায় বসবে না। এ ছাড়া, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন চেষ্টা চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং একমাত্র ডোমিনিকান রিপাবলিক ছাড়া আর কোনো দেশে আমেরিকাকে সমর্থন জানায়নি। #

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।