মিশরের মুসলিম ব্রাদারহুড নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
https://parstoday.ir/bn/news/world-i83024-মিশরের_মুসলিম_ব্রাদারহুড_নেতাকে_যাবজ্জীবন_কারাদণ্ড_দিল_আদালত
মিশরের একটি আদালত সেদেশের বৃহত্তম ইসলামপন্থি সংগঠন মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদি’কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২০ ০৭:০৯ Asia/Dhaka
  • মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদি
    মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদি

মিশরের একটি আদালত সেদেশের বৃহত্তম ইসলামপন্থি সংগঠন মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদি’কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

মিশরের বন্দরনগরী ‘পোর্ট সাঈদ’-এর একটি ফৌজদারি আদালতের বিচারক সামি আব্দের রহিম শনিবার এ রায় দেন বলে আল-জাযিরা টেলিভিশন জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ২০১‌৩ সালে পোর্ট সাঈদে যে সহিংসতা হয়েছিল তাতে জড়িত থাকার অভিযোগে মোহাম্মাদ বাদি’কে এই দণ্ড দেয়া হয়।মোহাম্মাদ বাদি’র সঙ্গে মুসলিম ব্রাদারহুডের অপর দুই নেতা মোহাম্মাদ আল-বালাতাজি ও সাফওয়াত আল-হিজাজিকেও একই দণ্ড দেয়া হয়েছে। এছাড়া, মুসলিম ব্রাদারহুডে আরো নয়জন সমর্থকও একই দণ্ড পেয়েছেন।

পোর্ট সাঈদের ওই আদালত একই মামালায় অপর ৫৭ অভিযুক্তকে তিন বছর করে কারদণ্ড দিয়েছে।               

মিশরের প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি; তিনি আদালতের শুনানিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান

 

২০০৩ সালে মিশরের তৎকালীন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন।

এ ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসা হাজার হাজার ব্রাদারহুড নেতাকর্মীকে কঠোর হাতে দমন করে মিশর সরকার। ফলে সারাদেশে ব্যাপক দাঙ্গা ও সহিংসতা দেখা দেয়। সিসি সরকার ওই সহিংসতার জন্য মুসলিম ব্রাদারহুডকে দায়ী করেছে।# 

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।