স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের কোনো অধিকার আমেরিকার নেই: জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i83613-স্ন্যাপব্যাক_মেকানিজম_ব্যবহারের_কোনো_অধিকার_আমেরিকার_নেই_জার্মানি
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করার কোনো অধিকার আমেরিকার নেই। একইসঙ্গে তিনি ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি তিন ইউরোপীয় দেশের প্রতিশ্রুতির কথা আবারো নিশ্চিত করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৫, ২০২০ ১৮:২৩ Asia/Dhaka
  • হেইকো মাস
    হেইকো মাস

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করার কোনো অধিকার আমেরিকার নেই। একইসঙ্গে তিনি ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি তিন ইউরোপীয় দেশের প্রতিশ্রুতির কথা আবারো নিশ্চিত করেন।

হেইকো মাস বলেন, আমেরিকা যেহেতু পরমাণু সমঝোতা ছেড়ে চলে গেছে সে কারণে স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানের ওপর পুনর্বহাল করার অধিকার আমেরিকার নেই। আরবি ভাষার পত্রিকা আল-আরবি আল-জাদিদকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তার এ সাক্ষাৎকার গতকাল (রোববার) প্রকাশিত হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের কথা বলছেন

আমেরিকার বিরুদ্ধে জার্মানি, ফ্রান্স এবং বৃটেনের বর্তমান অবস্থানের কারণ কি-এমন এক প্রশ্নের জবাবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ফ্রান্স এবং ব্রিটেনের জার্মানিও পরমাণু সমঝোতার ব্যাপারে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিন দেশ চায় পরিপূর্ণভাবে সমঝোতা বাস্তবায়িত হোক। আমেরিকা ২০১৮ সালে এই চুক্তি থেকে বেরিয়ে গেছে; ফলে স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার কোনো অধিকার তাদের নেই।

হেইকো মাস বলেন, ইউরোপের এই তিন দেশ কথিত মেকানিজম ব্যবহারের ব্যাপারে সুস্পষ্ট নীতি অনুসরণ করছে এবং তারা বিশ্বাস করে পরমাণু সমঝোতায় অংশ নেয়া দেশগুলোই শুধুমাত্র জাতিসংঘকে ইরানের ব্যাপারে অভিযোগ করতে পারে এবং স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করতে পারে। তিনি বলেন, “মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন কিন্তু ইউরোপের তিন দেশ তার পক্ষে নেই বরং এর বিরুদ্ধে দুঃখ প্রকাশ করেছে এবং আমরা আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করবো না।”#

পার্সটুডে/এসআইবি/৫