নাগার্নো-কারাবাখে থামে নি সংঘর্ষ; যুদ্ধবিরতিতে ফিরতে ইরানের আহ্বান
(last modified Sat, 17 Oct 2020 01:21:08 GMT )
অক্টোবর ১৭, ২০২০ ০৭:২১ Asia/Dhaka
  • আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষ
    আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষ

নাগার্নো-কারাবাখে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার সংঘর্ষ অব্যাহত রয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় গত সপ্তাহে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও তা তেমন একটা কার্যকর হয় নি। এ অবস্থায় ইসলামি প্রজাতন্ত্র ইরান দু পক্ষকেই কঠোরভাবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে।

ইরান সীমান্তে আজারবাইজান এবং আর্মেনিয়ার অবস্থান। নাগার্নো-কারাবাখ নিয়ে দু পক্ষের মধ্যে যে সংঘর্ষ চলছে তাতে ব্যবহৃত কামানের গোলা ও রকেট মাঝেমধ্যেই ইরানের ভূখণ্ডে আঘাত হানছে। এতে ইরানের সীমান্তবর্তী এলাকায় জনজীবন মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়েছে।

আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত জনপদ

সীমান্ত এলাকার লোকজন ইরানের প্রেস টিভিকে তাদের জীবন বিপদাপন্ন হওয়ার কথা জনিয়েছে। পাশাপাশি যুদ্ধরত দু পক্ষকে সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। ইরানের সরকারও আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি যুদ্ধ বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে এবং কঠোরভাবে যুদ্ধবিরতি মেনে চলার কথা বলেছে।

ইরান হচ্ছে একমাত্র দেশ যার সঙ্গে যুদ্ধরত দু দেশেরই ভালো সম্পর্ক রয়েছে। আবার আজারবাইজান ও আর্মেনিয়ার পক্ষ নেয়া দেশগুলোর সঙ্গেও ইরানের সম্পর্ক গভীর।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।