এ বছরই মধ্যপ্রাচ্য থেকে নৌ উপস্থিতির অবসান ঘটাবে অস্ট্রেলিয়া
https://parstoday.ir/bn/news/world-i84124-এ_বছরই_মধ্যপ্রাচ্য_থেকে_নৌ_উপস্থিতির_অবসান_ঘটাবে_অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া বলেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে তারা আর কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। চার মাস আগে ক্যানবেরা তাদের সর্বশেষ ফ্রিগেট প্রত্যাহার করে নিয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে তারা নৌ উপস্থিতির অবসান ঘটাবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২৪, ২০২০ ২০:৪৫ Asia/Dhaka
  • এইচএমএএস টুউম্বা
    এইচএমএএস টুউম্বা

অস্ট্রেলিয়া বলেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে তারা আর কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। চার মাস আগে ক্যানবেরা তাদের সর্বশেষ ফ্রিগেট প্রত্যাহার করে নিয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে তারা নৌ উপস্থিতির অবসান ঘটাবে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেইনল্ডস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে একথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ পরিবেশ যখন দিন দিন অনিশ্চিত হয়ে উঠছে এবং কেন্দ্রীয় সরকার নানামুখী চ্যালেঞ্জর মুখে পড়ছে তখন এই ঘোষণা এলো।

গত জুন মাসে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী মধ্যপ্রাচ্য থেকে এইচএমএএস টুউম্বা ফ্রিগেটকে দেশে ফেরত নিয়েছে। এ সম্পর্কে লিন্ডা রেইনল্ডস বলেন, মধ্যপ্রাচ্য থেকে নৌসেনা ফিরিয়ে নিলে নিজেদের অঞ্চলে মোতায়েন করা যাবে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের অধীনে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে অস্ট্রেলিয়ার যে যুদ্ধজাহাজ টহল দেয় তাও প্রত্যাহার করা হবে চলতি বছর।#

পার্সটুডে/এসআইবি/২৪