আমেরিকা ইরানের জন্য শর্ত আরোপ করার অবস্থানে নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/world-i84732-আমেরিকা_ইরানের_জন্য_শর্ত_আরোপ_করার_অবস্থানে_নেই_পররাষ্ট্র_মন্ত্রণালয়
ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর (ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন) সঙ্গে আলোচনার টেবিলে প্রবেশ করা আমেরিকার জন্য সহজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান বলেছে, সেদেশের জন্য কোনো ধরনের শর্ত আরোপ করার অবস্থানে মার্কিন সরকার নেই।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ১৯, ২০২০ ০৬:০৮ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরের সময় বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন
    ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরের সময় বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন

ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর (ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন) সঙ্গে আলোচনার টেবিলে প্রবেশ করা আমেরিকার জন্য সহজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান বলেছে, সেদেশের জন্য কোনো ধরনের শর্ত আরোপ করার অবস্থানে মার্কিন সরকার নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বুধবার প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য কিছু শর্ত আরোপ করতে যাচ্ছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে খাতিবজাদে এসব কথা বলেন।

ইরানের এই মুখপাত্র বলেন, তার দেশ এর আগে একবার যেসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেসব বিষয় নিয়ে আরেকবার আলোচনা করবে না। ইরান কোনো অবস্থায় তার জাতীয় নিরাপত্তা নিয়ে আপোষ করবে না জানিয়ে খাতিবজাদে বলেন, প্রতিরক্ষা শক্তির প্রশ্নে পশ্চাদপসরণ তো দূরের কথা এ বিষয়ে সংলাপে বসতেই তেহরান রাজি নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

জো বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব সম্পর্কে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন সে সম্পর্কে খাতিবজাদে বলেন, এসব কথা নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে ভালো শোনা যায় কিন্তু তা কখনো বাস্তবতার মুখ দেখবে না।

২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষর করেছিল। কিন্তু ২০১৮ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এবার বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছিলেন, তিনি কিছু শর্তসাপেক্ষে ইরানের পরমাণু সমঝোতায় ফিরবেন। কিন্তু তেহরান বলছে, আমেরিকাকে নিঃশর্তভাবে এই সমঝোতায় ফিরতে হবে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।