ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদারের পরিকল্পনা গভীর চিন্তার বিষয়: ই-৩
https://parstoday.ir/bn/news/world-i85169-ইরানের_ইউরেনিয়াম_সমৃদ্ধকরণ_জোরদারের_পরিকল্পনা_গভীর_চিন্তার_বিষয়_ই_৩
ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান নতুন করে বাড়তি এবং আরো উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ বসানোর যে পরিকল্পনা নিয়েছে তাতে তারা খুবই উদ্বিগ্ন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২০ ১৮:৪৭ Asia/Dhaka
  • ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা
    ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা

ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান নতুন করে বাড়তি এবং আরো উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ বসানোর যে পরিকল্পনা নিয়েছে তাতে তারা খুবই উদ্বিগ্ন।

ইউরোপের তিন দেশ আজ (সোমবার) এক যৌথ বিবৃতিতে তাদের এই উদ্বেগের কথা জানিয়েছে। ২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার সদস্য ছিল এই তিন দেশ।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র একটি গোপন রিপোর্ট বার্তা সংস্থা রয়টার্স ফাঁস করে দেয়ার পর ইউরোপের তিন দেশ যৌথ বিবৃতি দিল। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য নাতাঞ্জ শহরের পরমাণু স্থাপনায় আরো উন্নত সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনা করছে। ইউরোপের তিন দেশ বলেছে, ইরানের এই পরিকল্পনা ২০১৫ সালের পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক এবং গভীর উদ্বেগের বিষয়।#

পার্সটুডে/এসআইবি/৭